আরতি শব্দের অর্থ হলো স্তবসঙ্গীত, যার মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি অনুরাগ আর ভালোবাসা উভয়কে প্রকাশ করা হয়। এবং যা ফলসরূপ যে আলোর মাধ্যমে আরতি প্রকাশ পায়, তা আমাদের সবার পথ কে আলোকিত করে তোলে। অতএব আপনাদের সবার জ্ঞাতার্থে জানাই NABC ২০২৩, এই আনন্দ আরতি তে মেতে উঠবে 30th June শুভ্র সকালে, Atlantic City তে। এই অভূতপূর্ব সমুদ্র আরতির আলোর ভেলায় আসুন, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি এই ২০২৩ এর আনন্দ আরতিতে । - Register @ nabc2023.net