এবারের বঙ্গ সম্মেলনের এক অনন্য আকর্ষণ 'এন.এ.বি.সি. স্টুডেন্টস কয়্যার'। সেখানে থাকবে একশজন ছাত্রছাত্রীর কন্ঠে সমস্বরে চারটি দেশের জাতীয় সঙ্গীত শোনার এক অনন্য সুযোগ। ৪৩তম বঙ্গসম্মেলনের এক অনন্য উদ্যোগ পরবর্তী প্রজন্মকে এই মহাসম্মেলনের উদ্যোগে সামিল করে নেয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে উৎসাহ দিতে সবার উপস্থিত থাকা চাই-ই চাই।