খাদ্যশ্রী
বাসনার সেরা বাস রসনায়। বাঙালীর খাদ্যরসিকতা আজ হয়ে উঠেছে এক শিল্প ও বঙ্গসংস্কৃতির এক অনন্য অঙ্গ। তাই এবছরে বঙ্গসম্মেলন আয়োজন করেছে বাঙালীর বিবিধ বর্ণাঢ্য খাবারের কথা ভেবে ‘খাদ্যশ্রী’। বিভিন্ন শেফ আয়োজন করবেন ১৫-থেকে ২০-টি ডিশ, যা চেখে দেখবেন অংশগ্রহণকারীরা সহ ফুডটেস্টার-রা। শুধু তাই নয়, খেয়ে বলতে হবে খাবারটির নামও। এমনি খাওয়ার সাথে মজা মিশিয়ে এই প্রতিযোগিতার আয়োজন। সুযোগ রয়েছে দারুণ সব পুরষ্কার জেতার।
তাই নিজেদের স্বাদ ও গন্ধের প্রস্তুতি নিয়ে চলে আসুন বন্ধুরা ২০২৩-এর বঙ্গসম্মেলনে। জিতে নিন খাদ্যশ্রী খেতাব।