All proceeds from NABC 2023 will go to KPC Bengali Hall Of Fame. Our goal is to build the first Heritage Museum for Bengalis.

Khadyoshree

খাদ্যশ্রী

বাসনার সেরা বাস রসনায়। বাঙালীর খাদ্যরসিকতা আজ হয়ে উঠেছে এক শিল্প ও বঙ্গসংস্কৃতির এক অনন্য অঙ্গ। তাই এবছরে বঙ্গসম্মেলন আয়োজন করেছে বাঙালীর বিবিধ বর্ণাঢ্য খাবারের কথা ভেবে ‘খাদ্যশ্রী’। বিভিন্ন শেফ আয়োজন করবেন ১৫-থেকে ২০-টি ডিশ, যা চেখে দেখবেন অংশগ্রহণকারীরা সহ ফুডটেস্টার-রা। শুধু তাই নয়, খেয়ে বলতে হবে খাবারটির নামও। এমনি খাওয়ার সাথে মজা মিশিয়ে এই প্রতিযোগিতার আয়োজন। সুযোগ রয়েছে দারুণ সব পুরষ্কার জেতার।
তাই নিজেদের স্বাদ ও গন্ধের প্রস্তুতি নিয়ে চলে আসুন বন্ধুরা ২০২৩-এর বঙ্গসম্মেলনে। জিতে নিন খাদ্যশ্রী খেতাব।