EXHIBITION - "Fire dekha Football Bangla/ Kolkata"
ন’টি আলাদা প্রদর্শনী বুথে, থ্রি ডি মডেল এবং প্রেক্ষাপটের চিত্রাঙ্কনের মধ্য দিয়ে আপনাদের চাক্ষুষ অভিজ্ঞতা হবে ফুটবলকে ঘিরে ঐতিহাসিক সব পুরোনো ঘটনার। দেখবেন ১৮৭৮ সালের ভারতের ফুটবল জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী-কে .. তেমনি দেখা যাবে ১৯১১-তে ব্রিটিশদের কাছ থেকে আই. এফ. এ শিল্ড কেমন করে জিতে নিয়েছিল মোহনবাগান। থাকবে গোষ্ঠপালের যুগ থেকে ভারতীয় ফুটবলের অলিম্পিক যোগদান, এমনও সময় ছিল, যখন শুধুই খালি পায়ে ফুটবল খেলা। শৈলেন মান্না থেকে পি.কে-চুনী-বলরাম। কেমন করে ফুটবলকে ঘিরে বেতারে ধারাবাহিক সম্প্রচার হয়ে উঠল এক শিল্প। মোহনবাগান বনাম কসমস, ১৯৭৭-এ কলকাতায় পেলে, মোহনবাগান ও ইস্টবেঙ্গল ….ইলিশ বনাম চিংড়ি .. ১৯৭০-১৯৮০ এর ফুটবলের ইতিহাস মানেই তো বাঙালীর ও এক গর্বানুভবের জায়গা। দেখতে হলে, চলে আসুন- বঙ্গসম্মেলন ২০২৩।
Exhibition - "Heritage Buildings of Kolkata"
এবার বঙ্গসম্মেলনে থাকছে ‘কলিকাতার বাস্তুতত্ব-১৯ শতক’ নামের এক উৎকর্ষ প্রদর্শনী। যেখানে দেখা যাবে পুরোনো কলকাতার স্থাপত্যের এক অনন্য নিদর্শন। থ্রি ডি মডেলে ততকালীন কলকাতার গুরুত্বপূর্ণ অট্টালিকা দেখার এক নয়নাভিরাম শিক্ষামূলক অভিজ্ঞতা নিয়ে ঋদ্ধ হবার সুযোগ পাবেন সবাই। উত্তর থেকে দক্ষিণ কলকাতার যাত্রা শুরু দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে যা ছুঁয়ে যাবে হাওড়া স্টেশন, হাওড়া সেতু, রাইটার্স বিল্ডিং, ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়্যাল এবং যা এসে থামবে দক্ষিণ কলকাতার কালীঘাটে। এই অনন্য যাত্রার সাক্ষী হতে হলে, চলুন আমরা সবাই পায়ে পা মিলিয়ে আর হাতে হাত ধরে একসাথে এগিয়ে যাই, ২০২৩-শের বঙ্গসম্মেলনের এই অনন্য উদ্যোগকে সার্থক করতে।