ভারতের পরমাণু বিজ্ঞানী, রাষ্ট্রপতি, এবং পদ্মভূষণ, পদ্মবিভূষণ সহ অসংখ্য পুরষ্কার বিজেতা আব্দুল কালামের জীবন এবং তাঁর রচিত বই ‘উইংগস অব ফায়ার’ অবলম্বনে এক নৃত্যনাট্য দেখতে চলেছি আমরা এবছরের বঙ্গসম্মেলনে। চলুন সবাই মিলে দর্শকের আসন থেকে উৎযাপন করি এই মহাজীবন।
এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ‘নবরত্ন সভা’। সেখানে দেখা যাবে, সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি টক শো, যাঁরা আক্ষরিক অর্থেই ‘রত্ন’- আমাদের বাঙালী প্রজন্ম হিসেবে গৌরবময় ঐতিহ্যের সম্মানীয় ব্যক্তিত্বরা হলেন জগদীশ চন্দ্র বোস, আচার্য প্রফুল্ল চন্দ্র ঘোষ, প্রশান্ত চন্দ্র মহালনবিশ, রবিশঙ্কর এবং বিরজু মহারাজ। নাটক, আলোচনা সভা ও সাঙ্গিতিক নৃত্যনাট্য-সংস্কৃতির এই ত্রিধারা সূত্রে নিবেদিত হবেন এই মহাজ্ঞানী মহাজনেরা। চলুন আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাতে, আমরাও পৌঁছে যাই এবছরের বঙ্গ সম্মেলনে।