All proceeds from NABC 2023 will go to KPC Bengali Hall Of Fame. Our goal is to build the first Heritage Museum for Bengalis.

Message from Convener


বুক ভরা বাঙালিয়ানা আর এক আকাশ স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল বঙ্গ সম্মেলন - আজ থেকে ৪২ বছর আগে । ৪৩ এ পা দিয়ে সেই সৃষ্টিকল্প এখন আরো তরতাজা, আরো অভিজ্ঞ এবং আরো সমর্থ । বিশ্বব্যাপী বাঙালি সমাজের এক বাৎসরিক উদ্দীপক এখন উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন । সম্মেলনের কর্ণধার হিসাবে বঙ্গ সংস্কৃতি পরিষদ তথা Cultural Association of Bengal এর নিরলস প্রচেষ্টা এবং উৎসাহে, বঙ্গ সম্মেলন এগিয়ে চলেছে ক্রম-বর্ধমান জনপ্রিয়তার পথে । ২০২৩ সালে এই সম্মেলনের আয়োজক আমেরিকার New Jersey রাজ্যের একটি সমাজসেবী সংস্থা KPC Bengali Hall Of Fame । এই সংস্থাও এগিয়ে চলেছে এক নতুন স্বপ্ন বাস্তবায়নের পথে । এই বিশ্বে বাঙালি ঐতিহ্যের সংরক্ষক হিসাবে প্রথম বাঙালি Museum তৈরির সাধনায় ব্রতী এই সংস্থা । KPC Bengali Hall Of Fame আয়োজিত ৪৩ তম বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে New Jersey র সমুদ্র নগরী Atlantic City তে; ৩০ জুন, ১ ও ২ জুলাই ২০২৩; শুক্র, শনি ও রবিবার; এই ৩ দিন জুড়ে । শুধু এই স্বপ্ন নগরী ই নয়, আয়োজকরা বেছে নিয়েছেন একটি স্বপ্ন মঞ্চ - The Jim Whelan Boardwalk Hall । ১৯২৯ সালে নির্মিত প্রাসাদোপম স্থাপত্য সমৃদ্ধ এই অভিজাত মঞ্চপ্রকল্পটি উত্তর আমেরিকার সাংস্কৃতিক ধারার ও ঐতিহ্যের এক গর্বিত সাক্ষী । তার অভিজ্ঞান স্বরূপ এই মহাস্থাপত্যটি সযত্নে লালন করে পৃথিবীর সব থেকে বড় Pipe Organ যার বিস্তার ১৭০ হাজার বর্গফুট জোড়া প্রধান Arena টির উপবৃত্তাকার নির্মাণ এর সবটা জুড়ে । Miss Universe, Miss America ইত্যাদি বিভিন্ন রাজসিক মহানুষ্ঠান ছাড়াও বহু প্রথিতযশা শিল্পীর ঐতিহাসিক পরিবেশনার সাক্ষী এই Boardwalk Hall, এবার সযত্নে প্রস্তুত হচ্ছে ২০২৩ সালে বঙ্গ সম্মেলনে আমন্ত্রিত সকলকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য ।

বঙ্গ সম্মেলন এর আদর্শ হলো ঐতিহ্যের সাথে আগামী সম্ভাবনার এক সমন্বিত উত্তরণ । এই লক্ষ্যের দিকে এগিয়ে চলে, জনপ্রিয় এবং পরিচিত বিষয়গুলির সাথে ৪৩ তম বঙ্গ সম্মেলন এ বিভিন্ন নতুন বিষয় সংযোজিত হচ্ছে । তার মধ্যে অন্যতম প্রধান বিষয় হলো NABC Sports Events । এছাড়া একগুচ্ছ নতুন চিন্তার প্রযোজনার মধ্যে উল্লেখযোগ্য ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন, উৎসবমুখর গণমুখী অনুষ্ঠান [Festive Events], স্মারক অনুষ্ঠান [Tributary Events], NABC মশাল দৌড়, বঙ্গ সুন্দরী ও বঙ্গশ্রী প্রতিযোগিতা, নবরত্ন সভা, বিজ্ঞান-শিল্প-সাহিত্য-খেলাধুলা-সংগীত-সিনেমা ইত্যাদি বিভিন্ন বিষয়ে কৃতি মানুষদের খুব কাছে থেকে দেখা [Meet and Greet], মুক্ত মঞ্চ, বিজ্ঞান-শিল্প-ঐতিহ্য-প্রকৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর অনুসন্ধানমূলক প্রদর্শনী ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু । এছাড়া, সর্বোপির আছে ৩ দিন ব্যাপী মহাভোজের আয়োজন, যা আর বিশদে বর্ণনা করে সবার অস্থিরতা না বাড়ানোই ভালো । তাই আর দেরি না করে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলুন আর চলে আসুন সেই ভাবকল্পের মহাসঙ্গমে যেখানে বিশ্ববাঙালীয়ানার পারিজাত ফুটেছে অতলান্তিক আনন্দসাগরে।

পার্থসারথি মুখোপাধ্যায়
আহ্বায়ক
বঙ্গ সম্মেলন ২০২৩