All proceeds from NABC 2023 will go to KPC Bengali Hall Of Fame. Our goal is to build the first Heritage Museum for Bengalis.

Literary Festival

NABC 2023 Literary Festival
বঙ্গসম্মেলন ২০২৩-এ
সাহিত্য উৎসব ২০২৩

"আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি
বাংলায় জেগে রই"

চলে গেলেন কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সমরেশ মজুমদার।। ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’ সহ বহু জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা। যিনি আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমী পুরস্কার, বঙ্কিম ও বঙ্গবিভূষণ পুরষ্কারে অলঙ্কৃত হয়েছিলেন। শহরকেন্দ্রিক জীবনের আলেখ্য, সত্তরের উত্তাল দশক বারবার উঠে এসেছে তার লেখায়। তাঁর লেখার সাবলীলতার প্রকাশ, ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত তাঁর বিখ্যাত উপন্যাসগুলো। খুবই দুর্ভাগ্যের যে তিনি ২০২৩-শের বঙ্গসম্মেলনে আসার আগ্রহী থাকা সত্বেও, সে আর বাস্তবায়িত হল না। অগনিত শ্রোতা যাঁরা তাঁর অপেক্ষায় ছিল ভাবতেও পারেনি যে আজ হবে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাবার দিন। তাঁর আত্মার শান্তি কামনা করছেন সকলের সঙ্গে প্রবাসও।

আগামী ৩০শে জুন থেকে ২রা জুলাই চলুন আমরা সবাই মিলে বাংলার কথা কই, বাংলায় কথা কই। এটাই তো আমাদের প্রবাসী বাঙালির বাংলায় মেতে ওঠার উৎসব। গল্প গানে, কবিতায় আলোচনায়, 'পান্না হবে সবুজ, চুনি উঠবে রাঙা হয়ে, পুবে পশ্চিমে জ্বলে উঠবে আলো।
নানা প্রান্তে ছড়িয়ে থাকা লেখক ও পাঠক পাশাপাশি বসে জমিয়ে তুলবে আড্ডার আসর। নতুন বইয়ের গন্ধের সাথে কফি হাউসের ধোঁয়া মিশে নতুন ককটেল-এ মৌতাত।

লন্ডন থেকে আসবেন ঔপন্যাসিক কুনাল বসু, ইংরেজি ও বাংলা, দুটো ভাষাতেই তাঁর অনায়াস বিচরণ। যাদবপুরের ইঞ্জিনিয়ারিং এর স্নাতক থেকে মার্কেটিং-এ ডক্টরেট। তারপর আমেরিকা, কানাডা ঘুরে এখন অক্সফোর্ডের বিজনেস স্কুলে অধ্যাপনাও করেন আর তারপর সেই যে লেখা শুরু, সমান ভাবে চলছে বাংলা ও ইংরেজিতে নভেল লেখা। তাঁর বিখ্যাত উপন্যাস “জাপানিস ওয়াইফ” নিয়ে অপর্ণা সেনের বহু প্রশংসিত চলচ্চিত্র একই নামে।
ভারতীয় সাহিত্য অকাদেমির বাংলার প্রতিনিধি ও বাংলা কবিতা অকাদেমির সভাপতি, কবি ও ইংরেজির অধ্যাপক সুবোধ সরকারের পরিচয় দেওয়া বাতুলতা। বাংলা কবিতার জগতে সুবোধ সরকার তৈরী করেছেন তাঁর নিজস্ব অনন্য কন্ঠস্বর। তাঁর কবিতা বাচিক শিল্পীদের কন্ঠে আবৃত্তি হতে হতে পৌঁছে গেছে দুই বাংলার শহর থেকে গ্রামাঞ্চলে।

দুর্গাপুজোর পরে বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব কলকাতা বইমেলা। আর বইমেলা বললেই যে মানুষটার কথা সবার আগে মনে পড়ে, বুকফেয়ার গিল্ডের সেই ত্রিদিব চট্টোপাধ্যায়ের সাথে চুটিয়ে আড্ডা না দিলে নতুন বই, আর প্রকাশনা জগতের আনাচে কানাচে ঘুরে বেড়ানোর মজা থেকে বাদ পড়ে যাবেন। একাধারে পত্রভারতীর প্রকাশক ও লেখক অন্যদিকে অসম্ভব ভাল গল্প বলিয়ে আর আড্ডা জমিয়ে দেবার জন্য জুড়ি মেলা ভার।

আর থাকছে সারপ্রাইজ, সবার জন্য - বাংলাশের স্বনামধন্য কবি ও লেখিকা (ভাবতে থাকুন) ঠিক অনুমান করতে পারলে পুরস্কার, লেখিকার সাথে সেল্ফি।

আর আমাদের আমেরিকার সিয়াটল শহর থেকে যোগদানের কথা দিয়েছেন কবি ক্যারোলাইন রাইটস। তাঁর বাংলায় অনর্গল কথা শুনে মনে হবে আমাদেরই একজন। বাংলা ভাষাকে ভালোবেসে, আপন করেছেন। অনুবাদ করেছেন বাঙালি মহিলা কবিদের সংকলন।

ঢাকা, কলকাতা থেকে আরো কবি লেখক মানুষের যোগদান করার কথা চলছে যা ক্রমশ প্রকাশ্য !
আর আছি আমরা সবাই, যারা অবরে, শবরে, দিন রাত কাবার করে ফেলি দুটো কথা বাংলায় বলবো আর দু’লাইন বাংলায় লিখব বলে। পাঠকই লেখক আবার রোল রিভর্সাল করে লেখকই পাঠক।

উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেক বাঙালি কবি, লেখক ও বাচিক শিল্পীরা, যাঁরা লেখাটাকে পেশার বদলে নেশা করেছেন। তাঁদের অনেকের কলম সূক্ষ্ম, সুশ্রী বা বনেদিয়ানায় জম্পেশ অথবা রসালো ধারালো।

“ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত”।প্রদর্শনীতে হাজির থাকছেন কবি সুভাষ মুখোপাধ্যায়, চির নবীন কিশোর কবি সুনীল গঙ্গোপাধ্যায় ও মননের রাতের কড়া নাড়িয়ে ঘুম ভাঙানো কবি শক্তি চট্টোপাধ্যায়। এর থেকে বেশী কী চাই - বাঙালি জাগো -
বলো আসবো মাতবো আমাদের উৎসব আমরাই সফল করে তুলবো, তাই না।

ডাক পড়েছে লিটিল ম্যাগাজিন ও বই নিয়ে সাহিত্যপ্রেমী বন্ধুদেরও,আসুন। আড্ডার জন্য তৈরি থাকবে সেই পুরনো কলেজস্ট্রিট, কফি হাউস আর বই চত্বর।
হই হই করে হট্টমেলা জমে উঠুক। রইলো বাংলার দিব্যি। বঙ্গসম্মেলনে বঙ্গ সাহিত্য উৎসব ২০২৩ সফল করার জন্য রইল আশা আর এক মুঠো ভালোবাসা।

1. উত্তর আমেরিকা আজ গর্বিত যে এখানে বসে শিল্পী যোগেন চৌধুরী-র আঁকা ছবি আটলান্টিক সিটিতে বসে দেখার সুযোগ পাবেন প্রবাসীরা। শিল্পী যোগেন চৌধুরী তাঁর ছবি নিয়ে আসছেন চিত্র প্রদর্শনীতে। এটি একটি প্রাপ্তি আমাদের জন্য। এই সুবর্ণ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে আর বিলম্ব না করে, বন্ধুরা, এক্ষুণি রেজিস্টার করুন ২০২৩-এর বঙ্গসম্মেলনে।

2. এবছরের বঙ্গসম্মেলনে আসছেন সর্বজনবিদিত সাহিত্যিক ত্রিদিব চট্টোপাধ্যায়।তাঁর রচনা, কলকাতা বইমেলা, প্রকাশনী -সব নিয়ে জানার সুযোগ অপেক্ষা করছে অবাধ ও অগাধ। তাই বন্ধুরা, আর দেরী নয়। চলুন সবাই মিলে রেজিস্ট্রেশন করি এক্ষুণি ২০২৩ -এর বঙ্গসম্মেলনের জন্য।

sahitya utsab